সাকিব ও আমাদের ক্রিকেট

তপু০১৬৭
Published : 7 July 2014, 03:32 PM
Updated : 7 July 2014, 03:32 PM

অবশেষে সাকিবকে শাস্তির আওতায় আনা হলো, এই শাস্তি দিতে গিয়ে বিসিবি আজ জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন। বিন্দু বিন্দু জলে যেমন সাগর মহাসাগর হয় তেমনি সাকিবের অনেক দোষের পরিণতি হলো এই শাস্তি, যদিও এই শাস্তি তার ক্যারিয়ারে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করবে। আমাদের দেশের খেলোয়াড় জীবনে যখন প্রবেশ করে তখন তাদের আর্থসামাজিক স্থান অনেক উপরে উঠে যায় আর তারা তখন তাহাদের অতীত ও দেশমাতৃকার কথা ভূলে গিয়ে শুধুই সম্পদ আহরণের দিকে ঝুঁকে পড়ে, সাকিবই তেমনি একজন। সাকিব দেশের খেলার চেয়ে বিদেশে খেলাকেই প্রাধান্য দিত, যার ফলে দেখা যেত বিদেশে সে যেভাবে খেলত এবং ঐ দলের জন্য তার যে চেষ্টা ছিল অথচ আমাদের দেশে ক্রিকেট খেলার জন্য তার সে ধরনের কোন মানসিকতা কাজ করতনা। আবার বার বার ভূল করতো জেনেশুনে পরক্ষণেই ক্ষমা চাইত এটা কি ধরনের ভূল করা! আমাদের দেশের এমন খেলোয়াড় দরকার যারা দেশমাতৃকার জন্য খেলবে প্রাণপনে শুধুই টাকার জন্য নিজেকে বিক্রি করবেনা। সাকিবের এই শাস্তি দ্বারা অন্যরাও শিখবে । তবে আমাদের দেশ একজন ভালো ক্রিকেটার হারালো আর বিশ্ব হারালো একজন অলরাউন্ডারকে।

তপু মাহমুদ