এশিয়ার পরাশক্তি বাংলাদেশ

প্রকৌশলী মোঃ তৌহিদুল কবির
Published : 24 March 2012, 04:24 AM
Updated : 24 March 2012, 04:24 AM

শেষ হয়ে গেল এশিয়া কাপ। ফাইনালের বেদনাদায়ক সমাপ্তি হয়ত এখনও দুঃখ ভারাক্রান্ত করে তুলছে হাজারো ক্রিকেট পাগল মানুষকে । বাঙালির ক্রিকেট উন্মাদনা কতটা প্রকট সেটা গত এক সপ্তাহে খুব ভালভাবে উপলব্ধি করা গেল।পরপর দুই ম্যাচে দুই ক্রিকেট পরাশক্তির বিরুদ্ধে জয় সমগ্র বাঙালী জাতিকে উৎসবের উপলক্ষ তৈরি করে দিয়েছিল জাতিকে স্বপ্ন দেখিয়েছিল এশিয়ার ক্রিকেট সম্রাজ্য দখলের।কিন্তু মানুষের সব স্বপ্ন হয়ত পুরন হয়না অন্যভাবে বলতে গেলে কিছু স্বপ্ন অধরা থাকে বলেই হয়ত স্বপ্ন দেখাটা এতটা আবেগের।খুব কাছাকাছি এসে শিরোপা না পাওয়াটা সত্যি খুব বেদনার কিন্তু এবারের এশিয়া কাপ যা দিয়েছে সেটাই বা কম কিসের। এ অর্জন অত্যন্ত গর্বের অত্যন্ত অহংকারের।এ টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের নতুন যুগের সূচনা হল। সাকিব তামিম মাশরাফি নাসির মুশফিকরা ক্রিকেট বিশ্বকে তাদের অগ্রযাত্রার কথা জানিয়ে দিল। তারা ঘোষনা করল এশিয়া তথা সমগ্র ক্রিকেট দুনিয়ার পরাশক্তি হিসাবে নিজেদের স্থান সুসংহত করার কথা।ভারতীয় ওপেনার ভীরেন্দ্র সেওয়াগ বরারই বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছেন। আর আজ সেওয়াগের কণ্ঠেও বাংলাদেশের প্রশংসা । আজ সেওয়াগর সুরে সুর মিলিয়ে সমগ্র ক্রিকেট বিশ্ব বলতে বাধ্য এশিয়া তথা বিশ্ব ক্রিকেটের নতুন পরাশক্তি বাংলাদেশ।

Touhidul kabir
engr.touhid13@gmail.com