ভারতে বোমা হামলা এবং বাংলাদেশ

তৌহিদ উল্লাহ শাকিল
Published : 7 Sept 2011, 02:29 PM
Updated : 7 Sept 2011, 02:29 PM

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ঢাকায় সফরে ব্যাস্ত সেই সময়ে ভারতের দিল্লি হাইকোর্টের পাঁচ নম্বর ফটকের সামনে এক শক্তিশালী বিস্ফোরণে আজ বুধবার কমপক্ষে ১১ জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। হামলার দায়িত্ব হুজি নামের পাকিস্তান ভিত্তিক ইসলামিক সংগঠন স্বীকার করেছে বলে জানা গেছে । এটা এমন সময় ঘটল যে সময় বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক তৈরী হচ্ছিল । হুজি পাকিস্তান ভিত্তিক জঙ্গী সংগঠন যাদের সাথে বাংলাদেশ ভিত্তিক জঙ্গী সংগঠনের সংশ্রব আছে বলে ভারত জানিয়েছে।

পাকিস্তান আজো চায় না বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখুক । অন্যদিকে বাংলাদেশের কিছু দল এবং একটা গোষ্ঠীর মনোভাব ও একই রকম। দিল্লির হামলায় বাংলাদেশের কোন জঙ্গি দলের সংশ্লিষ্টতা প্রমান পেলে কি হবে বুঝতে পারেন সবাই। এদিকে দেশের বাইরের ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এর সাথে বাংলাদেশকে জড়িয়ে নানা গুজব ছড়াচ্ছে । সরকারের উচিত হবে তাদের অবস্থানের শক্ত ব্যাখ্যা প্রদান করা। অন্যথায় এটা নিয়ে নানা বিষয়ে জটিলতা দেখা দিতে পারে।