সৌদি আরবে অবৈধদের বৈধ করা প্রসঙ্গে

তৌহিদ উল্লাহ শাকিল
Published : 19 Sept 2011, 05:07 AM
Updated : 19 Sept 2011, 05:07 AM

গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রী তার এক বক্তৃতায় বলেছেন মালয়েশিয়ার মত সৌদি প্রবাসী অবৈধ বাংলাদেশীদের কে বৈধ করা হবে। সেই খবরের প্রেক্ষিতে অনেকে আমাকে টেলিফোন করে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন। আমি নিজে ও ব্যাপারটি সম্পর্কে অবহিত নই । এরপর বেশ কয়েকবার রিয়াদ দুতাবাসে ফোনে চেষ্টা করলাম কিন্তু কোন উত্তর মিলল না । কথাটি সত্য হলে অনেক বাংলাদেশি এতে উপকৃত হবেন তাতে কোন সন্দেহ নাই । বর্তমানে সৌদি আরবে প্রায় পাঁচ লক্ষর মত লোক অবৈধ আছে । তাদের অনেকে কম বেতনে কাজ করতে এসে স্পন্সর থেকে পালিয়ে অন্য কাজ করছেন , এছাড়া সৌদি আরবে বিগত কয়েক বছর যাবত ট্র্যান্সফার বন্ধ থাকায় অনেক লোক অবৈধ হয়ে গেছে । তবে আশার কথা বর্তমানে সৌদি আরবে আগের চেয়ে বেশ ভাল বেতনে কাজ পাওয়া যাচ্ছে । সরকার যদি মাল্যেশিয়ার মত সৌদি আরবে ও অবৈধ অধিবাসীদের বৈধ করার উদ্দ্যেগ নিয়ে থাকেন তাহলে তা দেশের জন্য এবং প্রবাসীর জন্য সুখের বারতা নিয়ে আসবে।