গনি মিয়ারা এখনো আছে: পরিবর্তন শুধু সময়ের

তৌহিদ উল্লাহ শাকিল
Published : 2 Oct 2011, 04:34 AM
Updated : 2 Oct 2011, 04:34 AM

দৈনিক প্রথম আলো পত্রিকায় দেখতে পেলাম জয়পুরহাটের এক গরীব কৃষক কে পুলিশ গ্রেফতার করেছে ব্যাংকের ১০ হাজার টাকা পরিশোধ না করায়। যা কিনা বর্তমানে সুদে আসলে একুশ হাজার সাতশ তিন টাকায় রুপান্তর হয়েছে। এক সময় পড়তাম গনি মিয়া গরীব চাষি অন্যের জমি চাষ করে খায় তার নিজের কোন জমি নাই । এরকম হাজারো লাখো গনি মিয়া আমাদের বর্তমান সমাজে বিদ্যমান। তাদের জন্য আমাদের যা করনীয় তা আমরা করতে পারছি না । খবরে উল্লেখিত বর্গা চাষি আজিজার রহমানের নিজের জমি নেই , সরকার থেকে মানে ব্যাঙ্ক থেকে (জনতা) সে টাকা নেয় আলু চাষের জন্য কিন্তু সেই বছর আলুর দাম কম থাকায় সেটা পরিশোধ করা সম্ভব হয়নি । আজ তাই তাকে জেলে যেতে হল। সরকারের উচিত বিনাসুধে এসব গরীব বর্গা চাষি দের ঋণ দেওয়া ।