এগারো ভিক্ষুক গ্রেফতার হয়েছে , যাদের মাসিক আয় ৫০০০০ রিয়াল

তৌহিদ উল্লাহ শাকিল
Published : 31 Dec 2011, 04:46 AM
Updated : 31 Dec 2011, 04:46 AM

গত বুধবার সৌদি আরবের তাইফ শহর থেকে এগার জন ভিক্ষুক কে আটক করে সৌদি পুলিশ । ভিক্ষা বৃত্তি করে তাদের সকলের মাসিক আয় হচ্ছে ৫০০০০ রিয়ালের উপরে । বাংলাদেশী টাকায় যার মুল্যমান হবে ১০ লক্ষ টাকার উপরে । সৌদি আরবের দৈনিক মদিনা নিউজ পেপারে এই রিপোর্ট গত বৃহস্পতি বারে প্রকাশিত হয় । সৌদি আরবের দক্ষিণাচল হচ্ছে টুরিস্ট শহর ।

সৌদি আরবের বিশেষ নিরাপত্তা কমিটি , পাসপোর্ট এবং ট্রাফিক পুলিশ, সামাজিক বিষয়ক বিভাগ, এবং আদায়ের উন্নয়ন কমিশন এবং ভাইস (Haia) প্রতিরোধ থেকে প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এই বিশেষ দলটির । তারা এই পর্যন্ত গত মাসে সৌদি আরবের বিভিন্ন অঞ্ছলে অভিযান চালিয়ে ৯৬ জন ভিক্ষুক কে গ্রেফতার করতে সক্ষম হন । তাদের মাধ্যে ৭০ জন বিদেশী নাগরিক । তবে এদের মধ্যে কেউ বাংলাদেশী আছেন কিনা সেই খবর এখন ও জানা যায়নি ।

তথ্য সুত্র : 11 beggars in Taif make SR50,000 in a month – Arab News
http://arabnews.com/saudiarabia/article5…