সাগর কন্যা নিঝুমদ্বীপ

ত্রৈমাসিক তরঙ্গ
Published : 15 March 2012, 07:57 AM
Updated : 15 March 2012, 07:57 AM

এ যেন সাগর কন্যার স্বপ্নের ভালবাসার ফসল।প্রকৃতির অকৃপণ দানে জেগে উঠা সৌন্দর্যের লীলাভূমি।এই বিশাল চিরহরিৎ বনাঞ্চলে ছবির মত সারি সারি ভাবে সাজানো রয়েছে গেওয়া, কেওড়া, কাকয়া, নাটাই, বাইন , জামরুলসহ হাজারো রকম বৃক্ষরাজি।গভীর অনুরণনে রয়েছে হাজার হাজার হরিণ , বানর , বন মোরগ , কাঠ বিড়ালী , বন্য গরু ও মহিষ। নিঝুমদ্বীপ বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপের একটি উপদ্বীপ।এ দ্বীপের গভীর অরন্য , প্রায় ৫ হাজারের অধিক চিত্রা হরিণ ,বন্য পমু-পাখি ও প্রায় ১২ কি.মি.বিস্তৃত বালুকাময় সমুদ্র সৈকত যেকোন প্রকৃতি প্রেমিককে আকৃষ্ট করবে।এখান থেকে উপভোগ করতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য।
সাগরকন্যা নিঝুমদ্বীপ বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চল।এখানে একই সাথে রয়েছে জীব বৈচিত্র ও উপভোগ করার মত প্রাকৃতিক সৌন্দর্য যা বাংলাদেশের অন্য কোথাও দৃশ্যমান নয়।তাই বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে নিঝুমদ্বীপকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষনা দেওয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজ হাতে নিলে হাতিয়াবাসীর পাশাপাশি বাংলাদেশ সরকারও লাভবান হবে।