সাজেদা চৌধুরী কি বলবে এখন?!

বাঙ্গালী
Published : 2 Dec 2011, 02:52 PM
Updated : 2 Dec 2011, 02:52 PM


এটা কি দেখলাম?! সাজেদা চৌধুরীও রাজাকার ছিল!?
বর্তমান সংসদ উপনেতা সাজেদা চৌধুরী সহ ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্যের মধ্যে থেকে ৮৮ জন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও তার গভর্নর জেনারেল টিক্কা খানের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে তাদের সদস্যপদ পুনর্বহাল করেছিলেন। তৎকালীন পাকিস্তান সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ঐ ৮৮ জন আওয়ামী লীগ এমপির নাম, পিতার নাম, ঠিকানা এবং সংসদীয় এলাকার উল্লেখ করে তালিকা প্রকাশ করেছিল। এই তালিকার ৮৪ নম্বরে বেগম সাজেদা চৌধুরীর নাম রয়েছে।

হায় হায়! এটা কি শুনলাম?! বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের এত বড় নেত্রী টিক্কা খানের আনুগত্য স্বীকার করে নিয়েছিল?! সাজেদা চৌধুরীও রাজাকার?! আরো কতো তথ্য যে অজানা?!