নির্বাচন চলাকালীন সময়ে ভারতে বাংলাদেশ সাইবার আর্মির একটি বড় ধরনের আঘাত

তাওহীদুল তুহীন
Published : 11 March 2012, 06:52 AM
Updated : 11 March 2012, 06:52 AM

বাংলাদেশ সাইবার আর্মি, যা বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম হ্যাকিং গ্রুপ আবারো ব্যাপক ভাবে ভারতীয় সাইবার স্পেসের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে।
এর আগে তারা মোট ৩৫,০০০ সাইট হ্যাক করে।

মূলত, সংবাদ, হ্যাকিং ব্লগ এবং ফোরাম, কর্পোরেট সাইট গুলোই ছিল তাদের প্রধান টার্গেট।
তাদের হ্যাক করা সাইট গুলোর মধ্যে রয়েছে National Union of Journalism of India এর সাইট।
তিনটি হ্যাকিং ফোরাম হ্যাক করে বাংলাদেশ সাইবার আর্মির মেম্বার R3x0Man। এছাড়া বিভিন্ন সংবাদ এবং অন্যান্য ধরনের সাইট হয় তাদের হ্যাকিং এর শিকার।
রাজনৈ্তিক নেতা এর সাইট হ্যাকিং এর শিকার হয়। নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের সাইট হ্যাক একটি বড় আঘাত বলা চলে।

সাইট গুলোর একটি লিস্ট দেয়া হল-
National Union of Journalism of India এর সাইটঃ
http://www.nujindia.com/

হ্যাকিং ব্লগ এবং ফোরাম সাইটঃ
http://hackerindia.com/
http://go4hacking.com/
http://crazyhacker.net/

সংবাদ বিষয়ক সাইটঃ
http://www.dy365.in/index.php
http://www.alchemypublishers.co.in/
http://www.graymatters.co.in/knowledge.php?id=4

রাজনৈতিক সাইটঃ
http://amitjani.in/video.php

কর্পোরেট সাইটঃ
http://gsmsolutions.in/
http://mobileo.in/
http://www.widescreens.in/

পিটিসি এর সাইটঃ
http://www.clicko.in/
http://www.clicx.in/

এখানেই শেষ নয়। এছাড়াও হ্যাক করে আরো হাজারো সাইট। বাংলাদেশ সাইবার আর্মি আবার বলেছে যে তাদের দাবি মানা না হওয়া হলে তারা তাদের আক্রমণ থামাবে না।
টিম গ্রে হ্যাট এর সাথে কথা বলে যুদ্ধের সমাপ্তি তে আসার খবরটি ছিল ভুল। এখনো এ ব্যাপারে কোন কিছু বলা হয় নি।

বাংলাদেশ সাইবার আর্মি শুরু থেকেই যুদ্ধে লড়ে যাচ্ছে। তাদের সাথে আছে আরো ১টি শক্তিশালী হ্যাকার দল- বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস।
আশা করা যায় খুব তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হয়ে যাবে কেননা শান্তিই সকলের কাম্য।

হ্যাক হওয়া সাইট গুলোর Mirror গুলো প্রমাণ হিসেবে দিয়ে দেয়া হল-
http://zone-h.com/mirror/id/17200992
http://www.zone-h.com/mirror/id/17177352
http://zone-h.com/mirror/id/17200251
http://zone-h.com/mirror/id/17202313
http://legend-h.org/mirror/772871/dy365.in/index.php
http://legend-h.org/mirror/772821/alchemypublishers.co.in/book_details.php?bid=16
http://z-z0ne.tk/defacements/?id=10124
http://z-z0ne.tk/defacements/?id=10108
http://zone-h.com/mirror/id/17206993
http://zone-h.com/mirror/id/17206989
http://zone-h.com/mirror/id/17207015
http://zone-h.com/mirror/id/17207010
http://zone-h.com/mirror/id/17207103