চার দফা দাবীতে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন পালিত

মিজানুর রহমান তুহিন
Published : 10 Dec 2014, 10:18 AM
Updated : 10 Dec 2014, 10:18 AM

বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক চার দফা যা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত চাকুরীতে বর্তমান ১০ম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বাস্তবায়ন, কৃষি ডিপ্লোমা কোর্সের নানাবিধ বৈষম্য ও এই কোর্সকে সতন্ত্রভাবে সম্প্রসারণ হত আলাদা করে কারিগরি শিক্ষাবোর্ডে স্থানান্তরীত সহ চাকুরীতে কোঠা বৃদ্ধির কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউট এর সকল ছাত্রছাত্রীগণ মানববন্ধন কর্মসুচি আজ বেলা ১১.০০টা হতে ১২.৩০মি: পর্যন্ত এই কর্মসুচি পালন করে । পড়ে সকলের পক্ষে বক্তব্য রাখেন তানভির ইসলাম, রাকিবুল ইসলাম, জামসেদ আলম সহ বিভিন্ন সেমিষ্টারে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ ।