অপারেশনাল শিক্ষা এবং সৃজনশীল শিক্ষা এক নয়

দিব্যেন্দু দ্বীপ
Published : 9 April 2015, 06:46 PM
Updated : 9 April 2015, 06:46 PM

এই শিক্ষা আসলে অপারেশনাল শিক্ষা। এইসব অংক বিজ্ঞান ইংরেজি শেখা এবং পারার মধ্যে গর্ব করার কিছু নেই। গাছে উঠতে সড়া লাগে, এগুলো হচ্ছে সড়া। পথ আর গন্তব্য এক জিনিস নয়। ইংরেজি ভাল পারাটা কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শিখে ইংরেজিতে লেখা গুরুত্বপূর্ণ বইগুলো পড়া, যেহেতু বিশ্বের বেশিরভাগ লোক ইংরেজিটা বোঝে, তাই তাদের সাথে মতবিনিময় করতে ইংরেজি জানা থাকলে সুবিধা হয়। একটা বাড়তি ভাষা শেখা একটা বাড়তি চাপও। এই সময়টা মৌলিক জ্ঞানের পিছনে দেওয়া যেত। সে চাপও না হয় জাতি নিল, কিন্তু ইংরেজি শেখাটাই জীবনের লক্ষ্য -এরকমটি হয়ে গেলে তো বিপদ।