ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি প্রতি সেমিস্টারে ভর্তি করে ৫০০০ শিক্ষার্থী!

দিব্যেন্দু দ্বীপ
Published : 11 Sept 2015, 09:13 AM
Updated : 11 Sept 2015, 09:13 AM

একটি তথ্য পেয়ে রীতিমত আঁতকে উঠলাম। ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি প্রতি সেমিস্টারে ভর্তি করে ৫০০০ শিক্ষার্থী, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ভর্তি করে ৫০০০ বা তার কিছু কম বেশি শিক্ষার্থী। কীভাবে সম্ভব? কোন অবকাঠামো ছাড়া বছরে ৫০০০০ শিক্ষার্থীকে তারা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড বজায় রেখে শিক্ষা দেয় কীভাবে? ফার্মগেটের অনেক কোচিং সেন্টার অবশ্য তিন মাসে পড়ায় ত্রিশ হাজার বা তারও বেশি, সে হিসেবে ঠিক আছে। এক্ষেত্রে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে কী হবে, যদি কড়াকড়ি শর্তারোপ করা না যায়? একটা জিনিস সন্দেহ করি- সম্ভবত সরকারের মধ্য থেকেই কোনো বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী ৭.৫% ভ্যাট কার্যকর নিয়েছে, যাতে মূল এজেন্ডাগুলো চাপা পড়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর কড়াকড়ি শর্তারোপ প্রয়োজন, তারা কতজন শিক্ষর্থী প্রতি সেমিস্টারে ভর্তি করতে পারবে, শিক্ষার্থী অনুপাতে কতজন স্থায়ী শিক্ষক তাদের থাকতে হবে, রিসার্স সুবিধা তারা কীভাবে নিশ্চিত করবে, বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়গুলো পড়ানোর মত ল্যাব তাদের আছে কিনা, ক্যাম্পাস আছে কিনা ইত্যাদি বিষয়গুলোতে সরকারের নজর দেওয়া দরকার। ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে দায় সারাটা ভয়ঙ্কর ব্যাপার।