ঢাকা ক্লিন করতে ’ক্লিন ঢাকা সিটি কনসার্ট’ কেন প্রয়োজন?

দিব্যেন্দু দ্বীপ
Published : 13 Feb 2016, 06:32 AM
Updated : 13 Feb 2016, 06:32 AM

 

আজকে যে ক্লিন ডিইউ গ্রিন ডিইউ (ঢাকা বিশ্ববিদ্যালয়) এব ক্লিন ঢাকা সিটি নিয়ে এত 'ভংচং' চলছে সেটি আমরা মাত্র কয়জনে শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে। বিষয়টা আমরা চালিয়ে যেতে পারিনি। মাত্র দুইবার প্রতিকী এ পরিচ্ছন্নতা অভিযান আমরা পরিচালনা করতে পেরেছিলাম। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের কোন কমতি ছিল না।

এরপর দেখলাম- বিষয়টি বেহাত হয়ে গেল। কেনাবেঁচা শুরু হয়ে গেল।
ঐ পরিচ্ছন্নতা অভিযানটি একজন জাপানী ভদ্রলোক দেখেছিলেন, বিষয়টি তার মনে ধরেছিল। শুনেছি সুযোগটি কাজে লাগিয়েছিল এমন একজন যার সাথে আমাদের উদ্যোগের কোন সম্পর্কই ছিল না।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও উদ্যোগটি বেঁচেছে। জাপান থেকে একশো শিক্ষার্থী এসে ক্যাম্পাস পরিস্কার করে যায়।এরপর তারা 'ক্লিন আপ ঢাকা' নামে ঢাকা শহর পরিস্কার করে দেখায়। অর্থাৎ উদ্যোগটি নিয়ে 'এনজিও' শুরু হয়ে যায়। এরপর তা ছড়িয়ে পড়ে ঢাকা শহরে।

 

আমরা আশান্বিত হই, যেভাবেই হোক আমাদের উদ্যোগটি কাজে লাগছে।

কিন্তু আশা দুরাশায় পরিণত হতে সময় লাগে না। যখন দেখি পরিচ্ছন্নতার চেয়ে এখন স্পন্সর এবং কনসার্টই বেশি চোখে পড়ছে।
আচ্ছা বলুন তো- ক্লিন ঢাকা সিটি কার্যক্রমের সাথে কারিনা কাপুড়ের কনসার্টের সম্পর্ক কি?
কাজটি হচ্ছে- কিছু উদ্যোমী মানুষ নেমে পড়তে হবে রাস্তায়, নিজ হাতে রাস্তাঘাট পরিস্কার করে নগরবাসীর কাছে একটি বার্তা পৌঁছে দিতে হবে- আসুন, সবাই মিলে চারপাশ পরিচ্ছন্ন রাখি।