ক্রিকেটে এ হার ইন্ডিয়ার গণমানুষের জন্য আশীর্বাদ নিশ্চয়ই

দিব্যেন্দু দ্বীপ
Published : 1 April 2016, 08:18 PM
Updated : 1 April 2016, 08:18 PM

দুর্নীতি, দারিদ্র্য, বৈষম্য, কোটি কোটি মানুষকে অভুক্ত রাখা এবং সম্প্রতি নির্মীয়মান ফ্লাইওভার ভেঙে পড়ার দেশ ইন্ডিয়া ক্রিকেটে যত বেশি হারবে তাদের দেশের গণমানুষের জন্য তা ততো মঙ্গল। এই ক্রিকেট আফিম থেকে ইন্ডিয়ার গণমানুষের বেরিয়ে আসার জন্য ক্রিকেটে ইন্ডিয়া লাগাতার হারতে হবে। তাহলেই কোটি কোটি কোটি মানুষের একটু হলেও মুক্তি মিলবে।

একজন শচীন, ভিরাট কোহলি বা অমিতাভ বচ্চন অথবা শাহরুখ খান মানে ইন্ডিয়া নয়; সেখানে রয়েছে প্রায় একশো কোটি মানুষ, যারা উদয়-অস্ত হাড়ভাঙা পরিশ্রমের পরও বাঁচতে পারছে না, এই বার্তাটাও বিশ্বাবাসীর কাছে পৌঁছা দরকার।