এই ছবিটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?

দিব্যেন্দু দ্বীপ
Published : 14 July 2016, 11:02 AM
Updated : 14 July 2016, 11:02 AM

এই ছবিটিকে আপনি কী বলবেন? কী দিয়ে ব্যাখ্যা করবেন? জঙ্গীবাদ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, অতিরিক্ত জনসংখ্যা, কোনটির মধ্যে ফেলবেন? দেখেই বোঝা যাচ্ছে, প্রকৃতই দুই সন্তান নিয়ে বসে আছেন একজন নারী। এখানে একটা বিষয় খুব করে লক্ষ্যণীয়, এ ধরণের ভিক্ষাবৃত্তির অন্যান্য ক্ষেত্রে দেখবেন এতটা যত্ন করে শিশুদের রাখা হয় না, তাতেই সন্দেহ হয় প্রকৃত মাতৃত্ব নিয়ে। কিন্তু এক্ষেত্রে দুটি বিষয়ের কারণে নিশ্চিত করছে যে তিনি প্রকৃতই শিশু দুটির মাতা। পিছনের শিশুটি তো স্পষ্ট করে তা জানান দিচ্ছে। এই শিশু দুটি বড় হয়ে কী হবে বলে আপনি আশা করেন? দুইজন দাস হবে, ঘানি টানবে, নাকি? নেশা করে হারিয়ে যাবে? কতক্ষণ ওভাবে আগলে রাখবে একা নিঃস্ব মহিলা। আমি খুব করে জানি আমার চারপাশের মানুষের পরিচয়, তাই সাধারণত এসব বিষয় আনতে চাই না। তারপরেও একজন মানুষও যদি আলোড়িত হয়।

ছবিটি জুলাই ২০১৫, পুরনো ঢাকার কলেজিয়েট স্কুলের সামনে থেকে তোলা।