একই সাক্ষাৎকারে চারবার ছবি কেন?

দিব্যেন্দু দ্বীপ
Published : 3 Oct 2016, 03:29 PM
Updated : 3 Oct 2016, 03:29 PM

একই সাক্ষাৎকারে চারবার ছবি কেন?

বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকা ২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মোবাইল কোম্পানি এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলার একটি সাক্ষাৎকার ছাপে। প্রশ্ন হচ্ছে, সাক্ষাৎকারে রুবাবা দৌলার ছবি চারবার ব্যবহার করার কী যুক্তি থাকতে পারে?

মারা গেল যে তাঁর কথা শিরোনামে নেই

দুর্ঘটনাটি ঘটেছিল ১৬ অক্টোবর কক্সবাজারের উখিয়ায়। জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ঐ হেলিকপ্টারে একটি বিজ্ঞাপনের শুটিং-এর জন্য কক্সবাজার পৌঁছান। ফিরতি পথে কপ্টারটি দুর্ঘটনায় পড়ে তাতে একজন নিহতও হয়। ফলে এই ঘটনাটির শিরোণাম কোনোভাবেই হতে পারে না- "অল্পের জন্য বেঁচে গেলেন সাকিব"। তাহলে মৃত্যুর খবরটি একেবারেই মূল্যহীন হয়ে যায়, তাতে ভিতরে যা-ই লেখা থাকুক না কেন। প্রায় সকল পত্রিকার শিরোণাম ছিল কাছাকাছি বা একই রকম।

বাংলাদেশ প্রতিদিনের এই নিউজের সূত্র কী, ভিডিওটি থেকে আসলে কিছুই বোঝা যাচ্ছে না।

"যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।" লাইনটি বাংলাদেশ প্রতিদিন পরে যোগ করেছে। আমি যখন পড়েছি তখন এই লাইনটি ছিল না। তবে স্ক্রিনশট রাখিনি বলে বিষয়টি আর প্রমাণ করতে পারছি না।