অসংগঠিত পেশায় বর্ধিত জনসংখ্যা বেঁচে আছে কোনোমতে

দিব্যেন্দু দ্বীপ
Published : 14 Nov 2016, 10:10 AM
Updated : 14 Nov 2016, 10:10 AM

অসংগঠিত, অনির্ধারিত, বেনামী পেশায় জীবিকা নির্বাহ করছে দেশের অনেক মানুষ। অর্থনীতির মূল হিসেব-নিকেষে তারা নেই। তবু তারা আছে, কোনমতে, জনসংখ্যা হয়ে, গণতন্ত্রের ভোট হয়ে শুধু।

#ছবিগুলো ২০১৩ থেকে ২০১৬ এর মধ্যবর্তী সময়ে বিশেষত ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তোলা। কয়েকটি ছবি মাওয়া এবং আরিচাঘাট থেকে তোলা।