এই শিশুটির কাছেও আমরা নিরাপদ ভ্রমণ আশা করি

দিব্যেন্দু দ্বীপ
Published : 19 March 2017, 08:40 PM
Updated : 19 March 2017, 08:40 PM

ও ভবিষ্যতে গাড়ির চালক হতে চায়। খুবই স্বাভাবিক। গাড়ির হেল্পার চালক হতে চাইবে -এটাই স্বাভাবিক। এবং ভবিষ্যতে ওর পক্ষেই ভালো একজন চালক হয়ে ওঠা সম্ভব। কিন্তু ও জানালো ওর কোনো পড়াশুনা নেই, তাহলে ও কীভাবে চালক হবে? আমাদের দেশে শিশুরা কাজ করছে, এটা একটা বাস্তবতা, এর সুফল ভোগ করছি আমরা সবাই। কিন্তু এদের নিয়ে আমরা ভাবছি কি? এদের জন্য ন্যূনতম পড়াশুনার ব্যবস্থা তো রাষ্ট্রের তরফ থেকেই করা উচিৎ।

ভিডিওটি গাজিপুর সাফারি পার্ক যাওয়ার পথে ১৭ মার্চ ২০১৭ তারিখে করা।