ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বটি কার?

দিব্যেন্দু দ্বীপ
Published : 6 August 2017, 10:27 PM
Updated : 6 August 2017, 10:27 PM

বাসা থেকে বর্জ্য নিয়ে তা ব্যবস্থা করা সির্টি করপোরশনের অন্যতম দায়িত্ব। কিন্তু ঢাকা শহরে ময়লার ব্যবস্থাটি হয় এলাকাভিত্তিক। এলাকায় একটি সমিতি রয়েছে, যারা প্রতি বাসা থেকে টাকা নেয়। সেই টাকার একটি অংশ বেতন হিসেবে দিয়ে লোক রাখে, যারা বর্জ্য ব্যবস্থাপনার কাজটি করে থাকে।

যেমন, পুরোন ঢাকায় আগে প্রতি বাসা থেকে ময়লা নিয়ে যেত এবং মাসে ৫০ টাকা নিত। এখন ময়লা নিচে রেখে আসতে হয়, এবং মাসে ৫০ টাকা নেয়। ঈদের সময় বাড়তি ৫০ টাকা দিতে হয় বোনাস হিসেবে।

প্রশ্ন হচ্ছে, তাহলে সিটি করপোরেশন কাদের বেতন দেয়? তাদের কাজ কী?

যদ্দুর জানা যায়, নিয়ম অনুযায়ী ময়লা প্রতিটি বাসা থেকে নিচে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হওয়ার কথা, সেখান থেকে করপোরেশনের লোকের ময়লা নিয়ে যাবে। এই কাজটি সিটি করপোরেশন বিনামূল্যে করবে, কারণ, বাড়ির মালিকেরা তাদের ট্যাক্স দিচ্ছে। কিন্তু ব্যবস্থাপনার পুরোটাই দেখা যাচ্ছে এলাকাভিত্তিক!

এখানে সমিতির আন্ডারে কাজ করা একজনের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেয়া হয়েছে। তিনি ১৩,০০০ টাকা বেতন পাওয়ার কথা বললেও, বাস্তবে বেতনের অর্ধেক তাকে ভাগ করে নিতে হয় তাকে যে দেখভাল করে তার সাথে।

https://youtu.be/Ee41rFNKWxA