বেপরোয়া মোটর সাইকেল আরোহী

দিব্যেন্দু দ্বীপ
Published : 11 Sept 2017, 07:55 PM
Updated : 11 Sept 2017, 07:55 PM

মোটর সাইকেল আরোহীরা ঢাকা শহরে ট্রাফিক আইনের কোনোটিই মানতে চায় না। তারা সিগন্যাল মানে না, রাস্তার কোন পাশ থেকে কখন অাসবে তারও কোনো ঠিক নেই। সুযোগটা তারা নেয় মটর সাইকেলের এক ধরনের 'ফেসভ্যালু' আছে বলে, ধরে নেওয়া হয় মটর সাইকেলে যে চলছে সে কেউকেটা হওয়ার চান্স আছে, কিছু বলা যাবে না অতএব।

নিচের এই মটর সাইকেল আরোহীর মত প্রায়শই পুরোন ঢাকায় তাদের জন্য ট্রাফিক জ্যাম অনেক বেড়ে যায়। যেহেতু পুরোন ঢাকা গলিগুলোতে কোনো রকমে পাশাপাশি দুটো রিক্সা চলতে পারে, তাই মাঝখান দিয়ে একটি মটর সাইকেল ঢুকে পড়লে রাস্তা আটকে গিয়ে ভয়াবহ রূপ ধারণ করে।