জীবন ও জীবিকা: অসহায় জুতা মেরামতকারী

দিব্যেন্দু দ্বীপ
Published : 31 Oct 2017, 09:00 AM
Updated : 31 Oct 2017, 09:00 AM

ছবিটি পুরোন ঢাকার লক্ষ্মীবাজারের সেইন্ট গ্রেগরি স্কুলের পেছন থেকে তোলা।ওনার নাম বাবুল। পুরোন ঢাকার লক্ষ্মীবাজারে নিজস্ব ছোট্ট একটি থাকার জায়গা তার আছে, কিন্তু কোনো উপার্জন নেই। দীর্ঘদিন ধরে তিনি জুতো সারাইয়ের কাজ করেন, যদিও এর আগে তিনি অন্য কাজ করতেন বলে জানালেন। তার দুই ছেলে পড়াশুনা করে। দেখা যাচ্ছে, তার জুতো সারাইয়ের দোকানে কোনো কাস্টমার নেই, কোনও জুতোও সাজানো নেই। তিনি জানালেন, মাত্র ৪০টাকার কাজ তিনি আজকে করতে পেরেছেন।

https://youtu.be/3IGLpnPW6HY