ঢাকা শহরে ৪৫টি ঘোড়ার গাড়ির প্রায় সবগুলো শিশুদের দ্বারা পরিচালিত হয়!

দিব্যেন্দু দ্বীপ
Published : 5 Nov 2017, 11:35 AM
Updated : 5 Nov 2017, 11:35 AM

কথা বলে জানা গেল, ঢাকা শহরে মোট ৪৫টি ঘোড়ার গাড়ি পরিচালিত হয়, এর মধ্যে বেশিরভাগ অর্থাৎ ২০ থেকে ২৫টি রিজার্ভে থাকে- ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং পরিবার তাদের অনুষ্ঠানের জন্য এই গাড়ীগুলো ভাড়া করে থাকে।

বিষয় হচ্ছে, গাড়িগুলোর বেশিরভাগই শিশুদের দ্বারা পরিচালিত হয়। প্রায় সব গাড়ীর হেল্পার শিশু, এবং অর্ধেকের বেশি গাড়ীর চালকও শিশু। চালকের বেতন ৪৫০ টাকা দৈনিক হলেও একজন শিশুর সাথে কথা বলে জানা যায় যে তিনি বেতন পান ৩০০ টাকা।