চুল কাটার পুরোনো পদ্ধতি

দিব্যেন্দু দ্বীপ
Published : 2 June 2018, 02:50 AM
Updated : 2 June 2018, 02:50 AM

ছোটবেলায় এভাবেই চুল কেটেছি আমরা। পাশের গ্রাম আলোকদিতে ছোট্ট একটি হাট বসত। ওখানে নরসুন্দরদের এমন চৌকি ছিল। তাদের বিশ্বস্ত ছুরির নিচে মাথা পেতে দিতাম। সুন্দর করে, মানে খুব ছোট করে চুল কেটে দিতেন ওনারা। বর্তমানে প্রায় সবখানেই সেলুন হয়েছে, তারপরেও বাংলাদেশের কোথাও কোথাও এখনো এভাবে চুল কাটা হয়। এই ভিডিওটি ২০১৫ সালে টাঙ্গাইল জেলার মীর্জাপুর উপজেলা বাজার থেকে ধারণ করা। এখানে হাটের দিন নরসুন্দররা এভাবে লাইন দিয়ে বসে চুল কাটেন।