ফেইসবুকে বন্দি জীবন

তুষার শুভ্র
Published : 6 Oct 2015, 04:35 AM
Updated : 6 Oct 2015, 04:35 AM

ইদানিং কালে সমস্যাটা আমার জন্য প্রকট আকার ধারণ করেছে। কর্মস্থল থেকে শুরু করে অবসর সময়, বাসা থেকে শুরু করে আড্ডায় কেমন করে যেন চলে আসে এই ফেইসবুক। কিছু জানতে ইচ্ছে হলে চলে আসি এই ফেইসবুকে।

এরে মধ্যে একজন স্টাট্যাস দিয়েছে,

["পৃথিবীর কোন সুন্দর দৃশ্যই বোধহয় এক নাগারে বেশিক্ষণ দেখা যায় না. সুন্দর যেমন আকর্ষণ করে তেমনি বিকর্ষণও করে.

– তিথির নীল তোয়ালে
– হুমায়ূন আহমেদ"]

উক্তিটা পড়ে রিতিমত কয়েক মিনিট ডুবলাম ভাবনার জগতে, উপলব্ধি করার চেষ্টা করলাম। ভাবনার শুরুতে ভূল মনে হলেও, কি ভেবে সঠিকে মেনে নিলাম।যাই হোক আরেক জনের স্টাট্যাস দেখে বাক-শক্তি হারিয়ে ফেলেছি,

["মন সাদা হওয়া আর গায়ের রং কালো হওয়া
এদেশে ক্রাইম !!"]

তারপর অবাক হলাম কিছু কমেন্ট পড়ে। এই-ভাবেই আমি জানছি দিন-রাত। এই ফেইসবুক আমাকে ভাবাই, আমাকে অবাক করে, আমাকে হাঁসায়, আমাকে কাঁদায়। এইভাবেই আমি বন্দি তাহার অবাক করা পৃষ্টা গুলোই।