সাম্যের পৃথিবী কি অধরাই থেকে যাবে?

হাসান হাফিজ টুটুল
Published : 7 Oct 2015, 06:19 PM
Updated : 7 Oct 2015, 06:19 PM

একই তো পৃথিবীর মানুষ, সবার গায়েই তো রক্ত মাংস রয়েছে, সবার তো একই পরিণতি । তাহলে মানুষের মাঝে এত বিভেদ কেন? যাদের আছে তাঁরা পেয়েই যায়, আর তারাই হারায় যাদের কিছু নেই ! যারা সুখি, তাঁদের ঘরে সুখ আসতেই থাকে । আর কষ্ট তো দুঃখীদের জন্য নির্ধারিত ।

কিন্তু, এমন না হয়ে যদি একটু ব্যতিক্রম হত, তাহলে কি খুব বেশি খারাপ হত ? যারা মহাসুখী তাঁদের সুখ কমানোর দরকার নেই । তবে দুঃখীদের কষ্ট একটু যদি কম হত ! তাঁদেরকেও সুখের ছোঁয়া যদি একটু ছুঁয়ে যেত তাহলে বোধ হয় এত বেশি মন্দ হত না !

সাম্যের পৃথিবীর কথা সেই কবে থেকে শুনছি, আজও দেখলাম না । মানুষ যারা বঞ্চিত হচ্ছে, তাঁরা পরিবার বলেন, সমাজ বলেন আর রাষ্ট্রই বলেন সব যায়গায় বঞ্চিত হচ্ছে ! এই না পাওয়ার গল্প, হারানোর গল্প, হতাশার গল্প আর কত দিন শুনতে হবে ?

তাহলে কি সাম্যের পৃথিবী অধরাই থেকে যাবে  ? ! ! !

স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় । ফেইসবুক- https://www.facebook.com/tutul.islam.54