লাইলাতুল মিরাজ মুবারাক!

হাসান হাফিজ টুটুল
Published : 4 May 2016, 06:42 PM
Updated : 4 May 2016, 06:42 PM

পবিত্র মিরাজ রজনীতে মহান আল্লাহ্‌ তায়ালা তাঁর প্রেরিত পুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নামাজ উপহার দিয়েছিলেন মানব জাতির জন্য।

মহান আল্লাহ্‌ তায়ালার নৈকট্য লাভের সব থেকে বড় ইবাদত নামাজ। নামাজের মাধ্যমে মানুষ তাঁর সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারে, মানুষের জন্য এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে?

আত্মশুদ্ধির মাধ্যম নামাজ। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা কেবল মাত্র আল্লাহকেই সব কিছুর মালিক বলে মানি। যখন এ মহাবিশ্বের পরিচালকের সামনে দাঁড়ায় এবং তাঁর নির্দেশিত নিয়মে নামাজ আদায় করি, তখন স্বাভাবিক ভাবেই তাঁর সকল আদেশ মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। আর নামাজের সঠিক শিক্ষা নিতে পারলে আমাদের মাধ্যমে কোনো পাপ কাজ হতে পারে না, অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকতে পারি। আর নামাজের সব থেকে বড় শিক্ষা হচ্ছে মানুষের কল্যানে কাজ করা এবং অন্যের ক্ষতি না করা।

আর এই বরকতপূর্ণ ইবাদত যে রাতে নির্ধারিত হয়েছিল তা স্বাভাবিক ভাবেই বরকতময়! পবিত্র এ রাতে মানব জাতির হেদায়াত এবং কল্যানের জন্য দোয়া করি । আমিন ।