উত্তর চাই!!!

উজ্জ্বল কান্তি রুদ্র
Published : 24 Nov 2012, 07:20 PM
Updated : 24 Nov 2012, 07:20 PM

শুরুতেই একটি কথা না বললেই নয়॥॥॥॥॥॥। আমি প্রতিদিন পত্রিকা খুলে যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেখি তখন আমি হতাশ হয়ে ভাবি এত বছর লেখাপড়া করার পর যদি আমার সমমানের ডিগ্রী দিয়ে বেতন ১০,০০০ টাকা হয় তাহলে এতবছর লেখাপড়া করে পরিবারের ভার গ্রহণ করবো কি করে।

নিয়োগ বিজ্ঞপ্তি তে দেখা যায়,,,,,,,, ২-৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাকুরীজীবি চান॥॥ অথবা নতুন হলে বেতন কম দিয়ে চাকুরী করাতে চান। কেন এই বৈষম্যতা হবে। আমার কাছে একটা ভাল বুদ্ধি আছে॥॥।

যদি আমাদের দেশে স্নাতক পড়ার পাশাপাশি চাকুরী বা পার্টটাইম কোন কিছুর করার সুযোগ পেত তাহলে আর্থিক ভাবে রাষ্ট্রয় উপকৃত হবে। কারণে তখন মানুষের গড় আয়ু বাড়বে। আর লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে ২-৪ বৎসর অভিজ্ঞতা দেখিয়ে ভাল বেতনের চাকুরী পাবে।

আমরা যদি আজকেই নতুন বিবিএ পাশ করে বা অর্নাস লেভেল পাশ করে চাকুরী বাজারে আসি তাহলে এই অভিজ্ঞতা সনদপত্র কে দিবে আমাদের? কে দিবে আমাদের ভরসা বর্তমান অবস্থা প্রেক্ষিতে মোকাবিলার করার জন্য? কে দাড়াবে আমাদের এই সংসারে? কে? কে? কে?