ঊর্মি খান
Published : 8 Oct 2012, 04:50 AM
Updated : 8 Oct 2012, 04:50 AM

মৌলিক অধিকার (যা সংবিধানে অন্তর্ভুক্ত)- হরতাল, সভা-সমাবেশ, সংগঠন করার অধিকার ইত্যাদি। রাষ্ট্র এই অধিকারগুলো কোন কারণে খর্ব করলে রাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছে করলেই মামলা করা সম্ভব কিন্তু মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন) রাষ্ট্র দিতে বাধ্য নয় কারণ এগুলো অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত নয়; মৌলিক চাহিদা পূরণ না হলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে না। '৭২ সালে সংবিধান রচিত হবার সময় মৌলিক চাহিদাকে অধিকারে রূপান্তর করা থেকে বিরত রাখা হয়; তৎকালীন সরকার যুদ্ধ বিদ্ধস্ত দেশ হিসেবে মৌলিক চাহিদাগুলোকে অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেনি তবে তখন বলা হয়েছিল পরবর্তীতে দেশের অর্থনৈতিক পরিবর্তন সাধিত হলে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক চাহিদাকে মৌলিক অধিকারে রূপান্তর করা হবে। অন্তর্ভুক্ত করার অঙ্গিকার করা হয়েছে ঠিকই দেশ এখনো বদলায়নি; ৪১ বছর পার হল এখনো বাংলাদেশ যুদ্ধ বিদ্ধস্ত দেশ। চমৎকার শুভঙ্করের ফাঁকি। ১৯৭২ থেকে ২০১২ পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে যখন যে ক্ষমতায় ছিল তখন সে ইচ্ছেমত দেশটাকে লুটেপুটে খেয়েছে এবং এখনো খাচ্ছে। এই খাওয়ার শেষ কোথায়? '৭১ এ যুদ্ধ দেখা অনেক সাধারণ মানুষের মুখে শুনতে পাই- "আমরা পাকিস্তান আমলেই ভাল ছিলাম…"

কোটি কোটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করে কেন এই কথা সাধারণ মানুষের মুখ থেকে বের হয়? কারণ দেশের মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছে। মানুষ প্রতারিত হচ্ছে সামরিক শাসক থেকে শুরু করে গণতান্ত্রিক শাসকসহ সকলের কাছেই। ক্ষমতা হাতে পেয়ে সবাই স্বৈরাচার হয়ে উঠে। গণতন্ত্রের নামে ধোঁকা দেয়া হচ্ছে সাধারণ মানুষকে। চুরি-বাটপারি-দূর্নীতির লাইসেন্স প্রাপ্ত হচ্ছে মন্ত্রী-এমপিরা। দেশের হাজার হাজার সমস্যাকে জিইয়ে রেখে লাভবান হচ্ছে তারা। শেষ পর্যন্ত কি হবে এই দেশের? পার্শ্ববর্তী দেশ শক্তির জোরে আমাদের দেশকে শাসন করছে। সামনের দিনগুলো হয়ত আরো ভয়াবহ হতে চেলেছে! কিন্তু আমরা এই ২০১২'র সচেতন জনগণ আমাদের সচেতনতাকে আরো বেশি জাগ্রত করার মধ্য দিয়ে আমাদের দেশকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারি। সমগ্র জাতিকে সচেতন করার জন্য পরিবার থেকে শুরু করে অনলাইন পর্যন্ত চেষ্টা করা সম্ভব। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; এক্ষেত্রে আমাদের অর্থাৎ তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। আমরা গতানুগতিক পালাবদলের সরকার আর চাই না। সৎ এবং যোগ্য প্রার্থী কে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব সেই সাথে যদি 'না' ভোট বহাল থাকে তবে 'না' ভোট কে হাতিয়ার হিসেবে বেছে নিতে পারব আমরা। এছাড়াও আমাদের আরো একটি করণীয় আছে তা হল- সাধারণ জনগণের মাঝে আমরা প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে কিংবা দলবদ্ধ হয়ে সচেতন করব যাতে করে তারা কোন দূর্নীতিবাজদেরকে ভোট না দেয়। সবাইকে বোঝাতে হবে- আমাদের ভাল আমাদের হাতে; আসুন সকলে সচেতন হই নিজের এবং পরবর্তী প্রজন্মের জন্য…