ডিসিসি নির্বাচন নিয়ে একের পর এক নতুন নাটকের অবতারণা

ঊর্মি খান
Published : 17 April 2012, 04:42 PM
Updated : 17 April 2012, 04:42 PM

খুব ঘটা করে ঢাকা সিটি কে দুই ভাগ করা হলো কিন্তু সিটিবাসী এখনও প্রার্থীদের পোস্টার ছাড়া নির্বাচনের কোন আভাস দেখতে পাচ্ছে না। পুরোনো কমিশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন পেছালো; এখন আবার নতুন বাহানা…

এভাবে আর কতদিন চলবে? দেশের কোন কিছুই ঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে চলছে না। সব কিছুতেই অনিয়ম আর অনিয়ম। একটি দেশ তথা সরকার ব্যাবস্থা যদি ঠীক না থাকে তবে দেশের মানুষেরও ভাল থাকা সম্ভব না। আর একারণেই সাধারণ মানুষ যে কোন দুর্নীতি করতে সাহস পায়।

দেশ যেন এক উটের পিঠে চলছে। এদেশের জনগণের চাওয়া-পাওয়ার কোন মূল্য নেই সুবিধাভোগী কিছু মানুষ এদেশে সদর্পে রাজত্ব করছে আর মধ্যবিত্ত-নিম্নবিত্ত শ্রেনীর মানুষ সবকিছুতে বলীর স্বীকার। দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা এই সকল পরিস্থিতির অবসান চাই……………