ভালোবাসায় স্বেচ্ছাচারিতা ভালো নয়

মেহেদী উজ্জ্বল
Published : 10 July 2015, 04:05 PM
Updated : 10 July 2015, 04:05 PM

ধরুন, কেউ একজন আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে।
দয়াকরে তার সেই দূর্বলতার সুযোগ ‍নিয়ে তার উপর আপনার স্বেচ্ছাচারিতার স্টিম রুলার চালাবেন না।
তাকে এমন কোন স্বপ্ন দেখাবেন না যেটা বাস্তবায়নতো দূরের কথা আপনি তার আশেপাশেও হাঁটবেন না।

কেননা প্রতিনিয়ত এমনটি করলে একদিন,দুইদিন,তিনদিন…দেখবেন চতুর্থ দিন থেকে আপনার প্রতি সেই ভালোবাসার মানুষটির একটা অভিমান তৈরি হবে।
আপনার স্বেচ্ছাচারিতায় পর্যদুস্ত হয়ে স্বপ্নভঙ্গের কষ্টে সে মানুষটা হয়ত আস্তে আস্তে অভিমান নিয়ে আপনার থেকে দূরে সরে যাবে…। একসময় হারিয়েই যাবে আপনার জীবন থেকে।
সাময়িক প্রাপ্তির মোহে আপনি হয়ত বুঝতেই পারবেন না যে আপনি কি হারালেন…