ধনীদের যাকাত ফেতরায় গরীবের লাশ!

মেহেদী উজ্জ্বল
Published : 11 July 2015, 06:16 PM
Updated : 11 July 2015, 06:16 PM

আচ্ছা, আমরা না এখন নিম্ন মধ্যম আয়ের দেশ? আমাদের মাথাপিছু আয় না এখন ১৩১৪ মার্কিন ডলার? তারপরও আমাদের দেশে এত্ত গরীব মানুষ আসে কইত্তা? ছি ছি ছি … এইডা কোন কথা! দেশ যেখানে তরতর কইরা উন্নতির শিখরে আরোহন করতাছে, নিম্ন আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে পরিনত হইতাছে, সেখানে মাত্র ২০০-৩০০ টাকার একটা যাকাতের কাপড় নেবার জন্য এত্তো মানুষ আসে যে পদদলিত হয়ে ২৭ জন জায়গায় ডেড!
হায় খোদা! যাকাত আনতে যাওয়া মানুষগুলারও কি মেন্টালিটি দেখেন, মাত্র দুইশো টাকার একটা কাপড়ের জন্য এত্তো তাড়া যে নিচে পড়ে একজন পায়ের চাপায় মারা যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই!  সবাই ছুটছে ফাউ কাপড়ের ধান্দায়!
কে পড়ল, কে মরলো, বাঁচলো তাতে কার কী আসে যায়!  এগেইন শেম অন ইউ ব্যাড গাইজ, ইউ পুউর পিপল। ইউ হ্যাভ টু বুঝতে হবে যে আমরা এখন আর দরিদ্র নই আমরা এখন নিম্ন মধ্যবিত্ত … আর মিডিয়ার কল্যাণে ময়মনসিংয়ের ঔ যাকাত দাতার মাশাল্লা ভালোই প্রচার হয়ে গেল, নেক্সট টাইম ইনশাল্লাহ নমিনেশনও পাইতে পারে … সো, লেটস চিয়ার্স ডিয়ার রিচ গাইজ, ইটস টাইম টু যাকাত ফেতরা …