এক ঝাঁক বাংলা ব্লগের লিংক এবং ড্রাইভ লক করার একটি সফটওয়্যার

হারুন
Published : 17 August 2011, 07:43 PM
Updated : 17 August 2011, 07:43 PM

বাংলা ব্লগের একঝাঁক লিংক নিয়ে একটি সফটওয়্যার ডেভেলাপ করেছি সাথে রাখছি ড্রাইভ লক করার একটি সফটওয়্যার।

এখানে যে সব ব্লগের লিংক রাখা হয়েছে সব ব্লগে-ই নিশ্চয়ই আপনারা ভিজিট করেছেন।আমি শুধু ঐ সব ব্লগের এড্রেসের একটি সংগ্রহশালা তৈরি করলাম যাতে আপনারা সহজে আপনার প্রিয় ব্লগে ভিজিট করে আসতে পারেন। কারন সব এড্রেস তো আর মনে রাখা যায়না আর বুকমার্ক করে রাখলেও উইন্ডোজ সেটআপ বা অন্যান্য কারনে তা বেশিদিন রাখা যায়না।আমি এখানে শুধু ৩৩টি বাংলা ব্লগের লিংক দিয়েছি।এর বাইরে নিশ্চয় আরো অনেক বাংলা ব্লগ আছে । আমি যেসব ব্লগে বিভিন্ন সময় ভিজিট করেছি শুধু সেসবের লিংক দিয়েছি।

আর একটা সফটওয়্যার শেয়ার করলাম যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ লক করে রাখতে পারবেন।ব্যবহারবিধি বলার প্রয়োজন আছে বলে মনে করছি না।কারন এখানে আমরা সবাই এক একজন কম্পিউটারবোদ্ধা।হাজার হলেও তো আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক।আর বেশি কথা বলছিনা। নীচের লিংক থেকে নামিয়ে দেখুন কেমন লাগে।

ইনস্টল করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।আপনাদের দুটো ভালো-মন্দ কথা-ই কাজ করতে প্রেরণা পাই।পরামর্শ দিবেন এবং দোয়া করবেন।