মেয়েটাকে দেখছস,দেখতে সে-ই রকম না!

হারুন
Published : 25 August 2011, 02:21 PM
Updated : 25 August 2011, 02:21 PM

ঐ মেয়েটাকে দেখছস,দেখতে সে-ই রকম না!

এই মেয়েটাকে দেখ। দেখতে ফাটাফাটিনা!

এই চল ,পাখি দেখে আসি।স্কুল ছুটির সময় হয়েছে।

ঐ এই মেয়েটাকে দেখ।আরে না, এদের বেইল নাই।

এখানকার প্রতিটি উদ্বৃতি কোন মেয়েকে দেখলে বলা হয় ।
কথাগুলো আমরা বিভিন্ন লোকেশনে,বিভিন্ন পরিস্থিতে বলে থাকি।
যেমন-ছেলেরা যখন বিয়ের আগে মেয়ে দেখতে যায়,মেয়ে দেখে এসে বন্ধুরা মিলে উক্তি গুলো করে।
এই ধরনের কথা আমরা শুনতে পাই বিভিন্ন শপিং মলের সামনে দাড়িয়ে থাকা বা শপিং মলে ঘুরাঘুরি করা ছেলেদের কাছ থেকে।
এই ধরনের কথা আমরা আরো শুনতে পাই স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়,রাস্তা-ঘাটে যেখানে সেখানে।
আমরা কোন ধরনের সভ্য জাতি বা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করি যে এই ধরনের কথা আমাদের মেয়েদের নিয়ে বলি।
আমরা যাদের নিয়ে বা যাদের সম্পর্কে এই ধরনের উক্তি করি তারা তো আমাদের-ই সহপাঠি,আমাদের-ই বন্ধু,আমাদের-ই বোন,নয়-কি?
আমরা কি আচার-আচরণে আর একটু মার্জিত হতে পারিনা?
আমরা তো সবাই শিক্ষিত।শিক্ষার স্বরুপ টুকু একটু প্রকাশ করে দেখি অন্যদের চেয়ে নিজেকে একটু আলাদা করতে পারি কিনা।