কিছু মনে রাখার দায়িত্ব এই সফটওয়্যারকে দিয়ে দিন

হারুন
Published : 25 August 2011, 06:07 AM
Updated : 25 August 2011, 06:07 AM

প্রতিদিন,প্রতিনিয়ত কতজনার কত তথ্য যে আমাদের মনে রাখতে হয় তার কি কোন হদিশ আছে।হয়তো করো মোবাইল নাম্বার,বা বাড়ির ঠিকানা এইরকম আরো কত কিছু। এত ব্যস্ততার মধ্যে কত-ই বা আর মনে রাখা যায়।তাই মনে রাখার দায়িত্ব শেয়ার করতে ডেভেলাপ করলাম পিচ্চি একটা সফটওয়্যার। এই সফটওয়্যারয়ে আপনি আপনার যে কোন তথ্য জমা রাখতে পারেন এবং প্রয়োজনের সময় বের করে দেখতে পারেন।

ব্যাবহারবিধিটি একটু বলি।

আপনি যখন কোন কিছু এখানে সেভ করতে যাবেন প্রথমে আপনাকে New নামের রেডিও বাটনে ক্লিক করতে হবে।তারপর Input searching word/Number নামের টেক্সট বক্সে আপনি আপনার পছন্দমতো একটি আইডি দেন যেটা দিয়ে আপনি পরে আপনার তথ্য সার্চ করবেন।

Input a Chooseable Name/quotation টেক্সট বক্সে আপনার পছন্দমত কিছু লিখুন।

Input Necessary Information টেক্সট বক্সে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য ইনপুট করুন।

তারপর Add বাটনে ক্লিক করলে আপনার তথ্য সেভ হয়ে যাবে।

পরে যখন সার্চ করতে যাবেন তখন আপনাকে Profile রেডিও বাটনে ক্লিক করতে হবে।

Select For Search থেকে প্রয়োজনীয় আইডি সিলেক্ট করলে-ই আপনার কাঙ্খিত সব তথ্য পেয়ে যাবেন।আশা করি সবাই ঠিকমতো ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করার জন্য নীচের লিংকে ক্লিক করুন।

ব্যবহার করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।
আপনাদের ভালো লাগছে শুনলে মনে তৃপ্তি পাই।