সহজে জেনে নিন বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম

হারুন
Published : 3 Sept 2011, 02:37 AM
Updated : 3 Sept 2011, 02:37 AM

আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম নিয়ে ডেভেলাপ করা একটি সফটওয়্যার।যেটা ইউজ করে আপনি খুব সহজে বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম জেনে নিতে পারবেন।

সফটওয়্যআরটি যখন রান করবেন তখন দুটি লিস্ট বক্স দেখতে পাবেন।প্রথম লিস্ট বক্সে আছে দেশের নাম এবং দ্বিতীয় লিস্ট বক্সে আছে ঐ সব দেশের পার্লামেন্টের নাম।আপনি যে দেশের পার্লামেন্টের নাম জানতে ইচ্ছুক সে দেশের নামের প্রথম অক্ষর কি-বোর্ডে চাপুন এবং মাউস স্ক্রল করে কাঙ্খিত দেশটি সিলেক্ট করুন।সাথে সাথে দেশের নামের সাথে রিলেটেড পার্লামেন্টের নাম হাইলাইটেড হয়ে যাবে।এভাবে আপনি যেকোন দেশের পার্লামেন্টের নাম সহজে জেনে নিতে পারবেন।
একটু কষ্ট করে নিছের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ব্যবহার করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।
সবাই ভালো থাকবেন।