সংসদ এখন সঙসদে রুপান্তর!

বাংলা প্রতিদিন
Published : 31 Oct 2011, 01:20 AM
Updated : 31 Oct 2011, 01:20 AM

সংসদ হচ্ছে দেশের প্রান।এই কথাটি একমাত্্র বাংলাদেশেই প্রযোয্য নয়।অনেক কারনের মধ্যে ২টি কারন প্রধান। প্রথমটি হচ্ছে-শিক্ষাগত যোগতা বা সমাজ উন্নয়ন যোগ্যতা থাক বা না থাক, অর্থ সম্পদ প্রচুর পরিমানে থাকতেই হবে। এবং ২য় কারন হচ্ছে-সাংসদ নির্বাচিত হয়ে ৩মাসে অন্তত একবার সংসদে উপস্হিত হলেই বেতন ভাতা বন্ধ হবে না।

আমার কথা-

সংসদের একদিনের অধিবেশন যত টাকা বিদ্যুৎ ও তার যন্ত্রপাতির অবচয়ে ব্যায় হয় তা দিয়ে ৫০টি চরম দরিদ্র পরিবারকে দুটি করে ছাগল কিনে দেয়া যায়।অথচ অকারনেই এই সংসদ অধিবেশন।

অকারন বলার দুটি কারন হচ্ছে-১মটি- সংবিধান সংশোধন করে আদালত সংসদে নয়। ২য় কারন হচ্ছে-গতকাল সংসদে অনুপস্হিত ছিলেন যথাক্রমেঃ-স্পিকার,ডেপুটি স্পিকার,সংসদ নেতা,সংসদ উপনেতা সরকার দলিয় ৪৫ জন বিভিন্ন মন্ত্রী এবং প্রধান বিরোধী দল। তাই মনের জান্তেই মনে হচ্ছে-সংসদ নয় যেনো জাতির দুঃখের সঙসদ।??/