ওয়াশিংটন মনুমেন্ট

ওয়ারা করিম
Published : 1 Feb 2018, 01:26 AM
Updated : 1 Feb 2018, 01:26 AM

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থাপিত ওয়াশিংটন মনুমেন্টটি আপনারা হয়তো নানান সময় দেখেছেন টেলিভিশনের পর্দায় অথবা পত্র-পত্রিকার পাতায়। ৫৫৫ ফিট উচ্চতার এই স্মৃতিস্তম্ভটি দেখতে নানান জায়গা থেকে সারা বছর পর্যটকরা আমেরিকার রাজধানীতে ভীড় করেন। স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয় আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মরণে। নির্মাণ কাল: ১৮৪৮ – ১৮৮৪। সেসময় এটি নির্মাণ করতে খরচ হয়েছিল ১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। জনসাধারণের জন্য স্মারকস্তম্ভটি খোলা হয় ১৮৮৮ সালে। লেখার সাথে দেয়া ছবিটি অক্টোবর, ২০১৭ তে তোলা।