কিছু তথ্য আমার খুব জানতে ইচ্ছা করে

ওয়াসেক
Published : 21 April 2012, 06:04 PM
Updated : 21 April 2012, 06:04 PM

আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত নই। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনও কোনও ঘটনার কারণে নিজের অজান্তেই ভিতরে ভিতরে দুঃখ অথবা আনন্দ অনুভব করি। অনেকের সুখ দুঃখের সাথে নিজেকেও মাঝে মাঝে সুখী কিংবা দুখী মনে হয়।

কিছু কিছু ঘটনা পুরো দেশকে নাড়া দেয়, ভূমিকম্পের মতন। যেমন: সাগর-রুনি, জনাব ইলিয়াস আলী, সুরঞ্জিত বাবু ও চালক আজম। কিছু তথ্য আমার খুব জানতে ইচ্ছা করে:

(১) চালক আজম কোথায়?
বিজিবি বলেছে যে তারা চালক আজমকে একলা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ধরে নিলাম তথ্যটি সঠিক। প্রশ্ন হল:
বিষয়টি কী বিজিবির উদ্ধর্তন কর্তৃপক্ষ জেনেছিলেন? তারা কী বলেছেন "ছেড়ে দিতে"?
যদি বিজিবি উদ্ধর্তন কর্তৃপক্ষ ছেড়ে দেয়ার কথা বলে থাকেন, তবে তারা কার সাথে আলোচনা করেছিলেন?
এত বড় একটি ঘটনার একজন সাক্ষীকে কেন একলা ছেড়ে দেয়া হল? কেন পুলিশের কাছে দেয়া হল না?
ওয়েটিং রুম ও পিলখানা থেকে একলা বের হওয়ার দৃশ্যটি হেড অফিস ও গেইটের কেমেরায় ধারণ করা আছে?

(২) জনাব ইলিয়াস আলী
হোটেলের ভিডিও ফুটেজ নেয়া হয়েছে?
ঘটনার কতক্ষন পর রাস্তার টহল পুলিশ দরজা খোলা পরীতেক্ত গাড়িটি দেখতে পায়?
কতক্ষন পর আশেপাশের টহল পুলিশকে সতর্ক করা হয়েছে?
পুলিশ কন্ট্রোল রূমে কখন বিষয়টি অবগত করা হয়েছে?
পুলিশ কখন প্রত্যক্ষদর্শীর খোঁজ করেছে?
প্রত্যক্ষদর্শী কী নিরাপদ?
ধাক্কা দেওয়া গাড়িটি রিপেয়ার হয়েছে/হবে কোথাও। ততথের জন্য কোনও পুরস্কার ঘোষণা করবে কেউ?

(৩) সাগর-রূনী
তারা কিসের উপর কাজ করছিলেন?
বিষয়টি যদি স্পর্শকাতর হয়ে থাকে তবে কোনও ডাটা-ব্যাকাপ কী তারা রেখে গেছে কোথাও (যেখান থেকে ডাটা
হারায় না)?
অনেক অগ্রগতির কথা বলে সময় ক্ষেপণ করা হল কেন? কিসের ভিত্তিতে অগ্রগতির কথা বলা হয়েছিল?

প্রকৃত স্বাধীনতা আমি অনুভব করি না, আপনি করেন কিনা জানিনা।

সবার জন্য শুভেচ্ছা।