গণতন্ত্রের ফল? বিশ্বজিৎ আমাদের তুমি ক্ষমা করে দিও…

ওয়াসিফ
Published : 10 Dec 2012, 08:27 PM
Updated : 10 Dec 2012, 08:27 PM

ঠিক করেছি আর বড় লেখা লিখব না। কিছুদিন আগে ফিকশান সাহিত্য নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি কমবেশ। সেটার প্রভাব মনে হয়। আর না পেঁচিয়ে আসল জাগায় আসি। এই যে এত মানুষ আমরা ব্লগ লিখছি, পেপারে লিখছি, আলোচনা করছি, এর দ্বারা কি আমরা কারো উপকার করতে পারলাম?

বিশ্বজিৎ এর খুনিকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ধরা পড়লেও আগামি হরতালের পর এই ঘটনা চাপা পড়ে যাবে। আমাদের দেশে এমন ঘটনা সহজেই মানুষ ভুলে যায়। আইনের ফাঁক দিয়ে ঠিকই তাদের কর্তারা তাদের বের করে আনবে।

আছে, মিডিয়ার কাছে তথ্য আছে তারপরও সরকার চুপ। আরেকদল জাহির করার চেষ্টা করছে যে সে তাদের কর্মী ছিল। যারা আন্দোলন করছেন, ভাংচুর করছেন, দুর্নীতি করছেন তারাই আবার টকশোতে এসে একে অপরের উপর দায় চাপাচ্ছেন আর বলছেন তারা জনগণের স্বার্থে এই করছেন আর ওই করছেন। আমার জানতে ইচ্ছে হয় এই জনগণ কারা? আমরা, বিশ্বজিৎ এর মতো মানুষেরা নাকি তাদের দলের লোকেরা আর কর্মীরা?

উপরওয়ালার কাছে দোয়া করা ছাড়া আমরা আর কি করতে পারি? ৫ বছর পর পর একবার ভোট দিলেই যদি গনতন্ত্র চর্চা হয়ে যায় তবে চাই না আর এমন গনতন্ত্র।