শওকত জামিল ও বুনোশিক্ষার কথা

হোসেন সোহেল
Published : 14 March 2012, 10:25 AM
Updated : 14 March 2012, 10:25 AM

শওকত জামিল' বন্যপ্রাণি ও শিশুদের মাঝে একটি সেতু তৈরী করেছেন, তারই তোলা ছবিটি দিয়ে। ২০০৭ সালে ভিকারুন নুন নেসা স্কুলে বন্যপ্রাণি নিয়ে শিশু শিক্ষার একটি অয়োজনে তিনি কিছু ছবি তোলেন। সেই সাথে আমাকে বলেছিলেন 'তুমি একদিন সফল হবে' ………। আমি আজও মনোবল রাখি তোমার কথায়। শুধু ডেইলি ষ্টার' নয় সকলেই তোমাকে মনে রাখবে। তুমি বেচে থাকবে প্রকৃতি প্রেমিকদের কাছে।
প্রকৃতি বাঁচাও আন্দোলনে তুমিও এক উজ্জল নক্ষত্র।