বিডিনিউজ কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাভারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

- সেলিম আহমেদ
Published : 29 May 2012, 09:47 AM
Updated : 29 May 2012, 09:47 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাভারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে স্থানীয় পাক্ষিক গণভাষ্য কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাভার ও আশুলিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় সাভার ও আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে। বক্তারা এসময় নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের ঘটনায় সরকারের তদন্তে ব্যর্থতার কথাও তুলে ধরেন।

সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার তুহিন খান, সাধারন সম্পাদক দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক জ্বালাময়ী সম্পাদক মো: সামসুজ্জামান, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাভেদ মোস্তফা, জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক সৌমিত্র মানব, এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, সমকালের স্টাফ রিপোর্টার ও গোবিন্দ আচার্য্য, দৈনিক খবরের প্রতিনিধি ফিরোজ মাহমুদ, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তায়েফুর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি শেখ আবুল বাশার, বিটিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, নয়াদিগন্তের প্রতিনিধি মিজানুর রহমান মিজান, চ্যানেল আইয়ের প্রতিনিধি জাকির হোসেন, ইটিভির প্রতিনিধি নাজমূল হুদা, আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া, বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল হালিম, বাসস প্রতিনিধি রুপকুর রহমান, সময় টিভির প্রতিনিধি মোজাফফর হোসেন জয়, যায়যায়দিন প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু, মোহনা টিভির প্রতিনিধি সঞ্জিব কুমার সাহা, দৈনিক ডেসটিনির প্রতিনিধি সায়েদ জুয়েল, ভোরের ডাকের প্রতিনিধি মিঠুন সরকার, দেশ টিভির প্রতিনিধি অপু ওহাব, বাংলাভিশন প্রতিনিধি মিতু সরকার, দৈনিক করতোয়া প্রতিনিধি তৌকির আহম্মেদ, নিউ এইজ প্রতিনিধি রাশেদ আহম্মেদ, দৈনিক জনতা প্রতিনিধি আমানউল্লাহ পাটওয়ারী, শীর্ষ নিউজ প্রতিনিধি চন্দন কুমার রায়, ভোরের কাগজের প্রতিনিধি আজিম উদ্দিন, বাংলানিউজ প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক খবরের প্রতিনিধি রওশন আলী প্রমুখ।

প্রতিবাদ সভাটি পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সেলিম আহমেদ। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত হন অফিস সহকারী রুহুল আমিনও।
তারা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।