মাউসের মাঝে শাড়ির বাজার!

ওয়াসিম ফারুক
Published : 25 Feb 2015, 08:22 PM
Updated : 25 Feb 2015, 08:22 PM

এবার ফেইসবুকে বসেই কিনে ফেলতে পারবেন দেশী বিদেশি যে কোন ধরনের শাড়ি। ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডার পাশাপাশি শুধু মাত্র মাউসের একটি ক্লিকেই আপনার সামনে হাজির হবে দেশী বিদেশি হাজারো শাড়ির পসরা।
আমাদের দেশি বিভিন্ন কাতান শাড়ির পাশা পাশি ইন্ডিয়ান বিভিন্ন নামি দামি ব্রন্ডের বিভিন্ন বুটিকের শাড়ির সহ নামকরা ডিজাইনারদের বুটিক শাড়ি এছাড়া ও আছে বিভিন্ন ডিজাইনের মনোলোভা ট্রেডিশনাল শাড়ি, এত বিপুল পরিমান শাড়ি নিয়ে ফেইসবুক ভিত্তিক এই ধরনের অনলাইন বিপণি এটাই প্রথম। এই অনলাইন বিপণি শুরু করেছে ঢাকা তথা বাংলাদেশের শাড়ির জগতের বিখ্যাত সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেটের পুরোনো শাড়ির ব্যবসা প্রতিষ্ঠান সিল্ক সেন্টার শাড়িজ ।
২০১০ সাল থেকে এই পরিষেবার মাধ্যমে সঠিক মূল্য এবং সেই সাথে সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সর্ভিসের মাধ্যমে সারা দেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকা,কানাডা , অষ্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশের বাংলাদেশি প্রবাসী ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করে আসছে সিল্ক সেন্টার শাড়িজ ।