ব্লগারদের জীবনের নিরাপত্তা কোথায়?

ওয়াসিম ফারুক
Published : 30 March 2015, 10:31 PM
Updated : 30 March 2015, 10:31 PM

বাংলাদেশ দিন দিন ধর্মীয় উগ্রবাদীদের অভয়রাণ্যতে পরিনত হয়ে যাচ্ছে । স্বাধীন তথা মুক্তমত প্রকাশ বর্তমানে বাংলাদেশে তথা মুক্তমনাদের অধিকার দিন দিন নিঃশেষ হয়ে আসছে একদিকে বর্তমান সরকার তথা রাষ্ট্র যন্ত্রের খড়গ অন্য দিকে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতি । গত এক মাসে আমদের দেশে দুই জন ব্লগার তথা মুক্তমান মানুষ কে এক ই ভাবে জীবন দিতে হলো । গত ২৬ ফেব্রুয়ারি বাংগালী জাতির বার্ষিক মিলন মেলার স্হান তথা বাঙালির প্রাণের ও প্রিয় মিলন মেলা বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলায় টিএসসির মত লোক ভুল স্পর্ষকাতর জায়গায় আইনের লোকের সামনে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতি আঘাত ফালি ফালি করেছে মুক্ত মনা ব্লগের প্রতিষ্ঠাতা ধর্মনিরপেক্ষ মুক্তবুদ্ধিচর্চার বিজ্ঞান মনস্ক লেখক ডঃ অভিজিৎ রায় সেই সাথে গুরুতর আহত হন তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা ।

এই হত্যার কোন কুল কিনার না হওয়ার আগেই মাত্র এক মাসের মাথায় দিনের আলোয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির আঘাতে খুন হতে হলো আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু যিনি "বোকা মানব", "কুচ্ছিত হাঁসের ছানা " ও "গণ্ডমূর্খ" নামে বিভিন্ন ব্লগ ও ফেইস বুকে লিখতেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে ব্লগার তথা মুক্তচিন্তার মানুষদের উপর কেন এই বর্বরোচিত মধ্যযুগীয় কায়দায় আক্রমন। ব্লগাররা বিশেষ করে আলোচিত হয় মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামাত নেতা কাদের মোল্লার ফাঁসিরদাবিতে শাহবাগে তরুনদের গনজামায়েত তথা গনজাগরন মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে। আমাদের দেশের উগ্রধর্মীয় গোষ্টি তাদের অন্ধ মতবাদ কে চিরস্হায়ী করার জন্য বাংলাদেশে মানুষের কছে ব্লগারদের ধর্ম বিদেশি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে গনজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা লগ্নেই উগ্রধর্মীয় মৌলবাদীদের হাতে জীবন দিতে হয় ব্লগার রাজীব হায়দারকে । তারপর আমরা দেখেছি তথা কথিত হেফাজতে ইসলাম নামের সংগঠনের তান্ডব । ফারাবীর দুঃসাহস । এরপর ও ফারাবীরা থেমে থাকেনি একেক সময় একেক ভাবে আঘাত ও আক্রম করে যাচ্ছে মুক্ত চিন্তার মানুষদের। আমারা দেখেছি কিভাবে আঘাত করেছে ব্লগার আসিফ মহিউদ্দিন কে ! কিন্তু কেন জানি আমাদের সরকার তথা রাষ্ট্র যন্ত্র এ ব্যপারে একদম নিশ্চুপ দায় সাড়া নাম মাত্র মামলা আর তদন্ত। আজো সরকার এ সব ঘটনার রহস্য উদ্ঘাটনে সম্পূর্ণ ব্যর্থ। আমাদের সরকার তথা রাষ্ট্র যন্ত্রের কাছে মুক্ত চিন্তার মানুষ এবং ব্লগারদের জীবন যেন অত্যন্ত মূল্যহীন। তাই প্রশ্ন একের পর এক এই হত্যার দায় সরকার কি এড়াতে পারবে?