জয় বাবা লোকনাথ জয় হোক তোমার সৃষ্টিকর্তার

ওয়াসিম ফারুক
Published : 31 May 2015, 05:28 AM
Updated : 31 May 2015, 05:28 AM

"রনে বনে জলে জংগলে যেখানেই বিপদে পড়বে সেখানেই আমাকে স্বরন করবে, আমিই উদ্ধার করব।"-লোকনাথ ব্রহ্মচারী

তো হিন্দু ধর্মের বিশ্বাসীদের মতে যে স্হানেই কোন না কোন ভাবে বিপদগ্রস্থ হবে তখই লোকনাথ ব্রহ্মচারী স্মরন করিবে ঐ বিপদ থেকেই লোকনাথ ব্রহ্মচারী তাকে উদ্ধার করবে । একজন মেয়ে যখনই ধর্ষনের স্বীকার হন তার চেয়ে বিপদের সময় আর কিছু হতে পারে বলে আমি বিশ্বাস করিনা তাই যখন একজন ধর্মে বিশ্বাসী মেয়ে ধর্ষনের স্বীকার হন তখন তিনি নিরুপায় হয়ে অবশ্যই তার বিশ্বাসের সৃষ্টি কর্তার কাছে সাহায্যের স্মরনাপন্ন হন তখন বেচারা নিজের শক্তি বা সামর্থের কথা ভুলে শুধু তার সৃষ্টি কর্তা আল্লাহ খোদা ঈশ্বর ভগবান বা তথা কথিত কোন মহাপুরুষের সাহায্য কামনা করেন, কিন্তু তখন সেই সৃষ্টিকর্তা বা মহাপুরুষ কাপুরুষের মত বোধ হ্য় ব্লু ফ্লিমের মত ঐ ধর্ষনকে উপোভোগ করেন। তাই ট্রেন, বাস, মাইক্রোবাসে ট্রাক ট্রালারে ধর্ষনের শিকার হইবে তখনও লোকনাথ ব্রহ্মচারীকে স্মরন করিবে ধর্ষক আরো বেশি কাম উত্তেজনায় ধর্ষন করিয়া আনন্দিত হইবে। – জয় বাবা লোকনাথ জয় হোক তোমার সৃষ্টিকর্তার ।