প্রবাস জীবন অনেক কষ্টের

মুহাম্মাদ কামাল হুসেন
Published : 18 Jan 2013, 07:47 PM
Updated : 18 Jan 2013, 07:47 PM

প্রবাস জীবন আমিও কাটিয়েছি,কত কষ্ট করে যে টাকা কামাতে হয় কাউ না গিয়ে এই কষ্টটা অনুভব করতে পারবে না।এক এক সেকেন্ড মাথা থেকে ঘাম না ঝরা পর্যন্ত কাজের মাপ নাই আর এই জন্য দেশের অর্থনীতি এখনো ভাল কিন্তু কাউ কি ভাবে তাদের জন্য।? না ভাবে না।এ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসি ভাইয়েরা মানবেতর জীবন যাপন করছে।তাদের সমস্যা সমাধানের লোক নাই।যদি থাকতো তাহলে আরও অনেক টাকা আসতো।এখনো অনেক লোক যাচ্ছে যাদের কাজের প্রশিক্ষণ নাই বা যে কাজে যাচ্ছে সে কাজের ধারনাও নাই।অথচ তাদের প্রশিক্ষণ দেয়ার সরকারি বড় প্রকল্পও নাই। আছে শুধু দেশের টাকা পকেটে হাতিয়ে নেয়ার সু-ব্যবস্থা।এ মুহূর্তে আমাদের ১০০ কোটি ডলার বা ৮০০০ কোটি টাকার অস্র কেনার কি প্রয়োজন ?যদি সরকার প্রবাসিদের প্রতি আন্তরিকতা দেখায় আর তাদের জন্য প্রতিটা দেশে বৈধতার ব্যবস্থা করে তবে রেমিটেঞ্ছ আসবে ডাবল।পদ্মা ব্রিজ করার কাজেও ব্যবহার করতে পারে এই ৮০০০ কোটি টাকা।বাংলাদেশ সরকার যদি একবার মরুর বুকে ৪২ ডিগ্রী থেকে ৫০ ডিগ্রী তাপে সবুজ ঘাস ফলানো কত কষ্টের বুঝত তাহলে প্রবাসিদের বুকে জড়িয়ে নিতেন আর তাদের জন্য কিছুই করার নাই। বাংলাদেশের অর্থনীতি কোন সরকারের সাফল্য আমি বিশ্বাস করি না।তা একমাত্র প্রবাসিদের সাফল্ল।আমি প্রবাসিদের বাংলার কোটি সাধারন জনগনের পক্ষ থেকে সালাম জানাই।সালাম জানাই সেই সব মা বাবাদের যারা তাদের সন্তানদের জন্য বুকে পাথর রেখে প্রবাসে পাঠিয়েছেন