মনমোহনের সফরের আগের উপহার

সাইফুল্লাহ
Published : 15 August 2011, 07:00 PM
Updated : 15 August 2011, 07:00 PM

ভারত বলেছে তারা আর সীমান্তে গুলি করে মানুষ হত্যা করবে না । কিন্তু ভারতের কাজ তো প্রতিশ্রুতি দেওয়া, তা রক্ষা করার দায়িত্ব কার আল্লাহ মালুম । যেমন মুজিবের সাথে চুক্তির পর তা বাস্তবায়ন না করে তারা সেই ৭৪ সাল থেকেই প্রতিশ্রুতি দিয়ে তা না রক্ষা করার প্রবণতা শুরু করেছিল, তা আজও চলছে । সেই কবে সিডরের সময় ৫ লক্ষ টন চালের প্রতিশ্রুতি আজও রক্ষা করা হয়নি, তেমনি রক্ষা করা হয়না সীমান্তে মানুষ মারা বন্ধের প্রতিশ্রুতি । এই সেদিন ও সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ারা গুলি করে মেরেছে দুইজনকে । আজ আবার বিএসএফ নাকি ভারতের গোয়েন্দারা ধরে নিয়ে গেছে ৪ বিজিবি সদস্যকে ।

মনমোহন আসছেন বাংলাদেশের সাথে বন্ধুত্ব জোরদার করতে । কিন্তু এসব কি বন্ধুত্বের লক্ষণ?

খবর: [, ,]