মমতার সিদ্ধান্ত এবং আমরা

সাইফুল্লাহ
Published : 4 Sept 2011, 04:17 PM
Updated : 4 Sept 2011, 04:17 PM

নিজ প্রদেশের স্বার্থ রক্ষা হচ্ছে না জানিয়ে মনমোহনের সঙ্গে নিজের আসন্ন সফর বাতিল করেছেন মমতা । নিজ দেশের স্বার্থে তার এ উদ্যোগ প্রশংসনীয় । কিন্তু আমরা এমনই এক জাতি যে আমরা এখনো জানতেই পারিনি এ চুক্তি কি আমাদের স্বার্থ রক্ষা করবে নাকি একতরফা ভারতের স্বার্থ রক্ষা করবে । আমরা আমজনতা তো কোন ছার আমাদের দায়িত্বশীলও মন্ত্রী আমলারাই মনে হয় জানেন না এইসব চুক্তিতে কি আছে । তারা হয়তো জানেনই না এই চুক্তিগুলো কার স্বার্থে হচ্ছে । হয়তো জানারও চেষ্টা করেন না । চুক্তি যে হচ্ছে এতেই মনে হয় তারা খুশি । ভারতের সাথে চুক্তি হচ্ছে, সেটা খুবই আনন্দের । আজ প্রথম আলো পত্রিকায় আসিফ নজরুল একটি কলাম লিখেছেনএছাড়া তারেক শামসুর রেহমান লিখেছেন একেকসময় একেক সংবাদমাধ্যমে খবর আসছে একেকরকম । কেউ বলছে বাংলাদেশ পাবে ৪৮ শতাংশ কেউ লিখছে পাবে ২৫ শতাংশ [লিংক]। তাও আসছে ইন্ডিয়ার সূত্রে । কিন্তু আমাদের দেশের কেউ বলতে পারছেন না বাংলাদেশ কত শতাংশ পানি পাবে । কিংবা ২৫ শতাংশ পাওয়ার খবরেরও কোন প্রতিবাদ নেই । মন্ত্রী উপদেষ্টারা শুধু বলেন বাংলাদেশ লাভবান হবে । কিন্তু সুনির্দিষ্টভাবে লাভের কোন পরিসংখ্যান দিচ্ছেন না । আমরা সবাই চাই ভারতের সাথে সুসম্পর্ক । তবে এতে যেন আমাদের স্বার্থ রক্ষিত হয় সেটা দেখতে হবে ।