এটাতে আমার প্রোফাইল ছবি দিতে পারছিনা। প্রোফাইলে ঢুকলে দেখায় xxx এর ব্লগ। কিভাবে পরিবর্তন করবো?
একটি সমস্যা, সাহায্য চাই
ক্যাটেগরিঃ ব্লগালোচনা
ক্যাটেগরিঃ ব্লগালোচনা
এটাতে আমার প্রোফাইল ছবি দিতে পারছিনা। প্রোফাইলে ঢুকলে দেখায় xxx এর ব্লগ। কিভাবে পরিবর্তন করবো?
বিডিনিউজ২৪ বলেছেনঃ
সাময়িক সমস্যা হচ্ছে। ঠিক হয়ে যাবে।
বিডিনিউজ২৪ বলেছেনঃ
নাম পরিবর্তন করতে চাইলে আপনাকে একটি একটি করে করতে হবে। দেখুন ডানদিকে এডিট লেখা আছে। নাম লিখে এডিট এ ক্লিক করুন।
ব্লগপোষক বলেছেনঃ
আপনার প্রোফাইল ব্লগে এক রঙা যে জায়গাটুকু (আপনার ব্লগ ব্যানার) আছে তার ডান দিকে পর পর দু’টো টেক্সট বক্স দেখতে পাবেন। টেক্সট বক্স দু’টো পাশে ’এডিট’ লেখা রয়েছে।
প্রথম টেক্সট বক্সটিতে যা লিখবেন, তা xxx এর ব্লগ এর স্থানে প্রদর্শিত হবে।
দ্বিতীয় টেক্সট বক্সের লেকার এর পরবর্তী লাইনে দেখা যাবে। শিরোনাম আকারে।
দু’টো টেক্সট বক্সে লেখা ইনপুট দেয়ার পর ’এডিট’ ক্লিক করতে হবে।
এবার চেষ্টা করে দেখুন।
ব্লগপোষক বলেছেনঃ
ব্যানারের ঠিক নীচে কতগুলো ফিচার বাটন রয়েছে। সেখানে ’প্রোফাইল ছবি’ থেকে আপনি সহজেই প্রোফাইল ছবি যুক্ত করতে পারবেন।
বিডিনিউজ২৪ ব্লগে স্বাগতম।
ইয়াকুব আলী বলেছেনঃ
ধন্যবাদ আপনাকে
এস ইসলাম বলেছেনঃ
ব্লগপোষ্টের লেখার ভেতর ছবি দিলে অনেক বড় হয়ে যাচ্ছে কেন? সমাধান কি?
ইয়াকুব আলী বলেছেনঃ
এরা ছবির সাইজ নিচ্ছে ৫০০*৪২০ এর উপরে
ব্লগপোষক বলেছেনঃ
ছবি আপলোডের জন্য যে ডায়লগ বক্সটি আসে। সেখানে ছবির বিভিন্ন আকার সিলেক্ট করা যায়। ছোট, বড় ইত্যাদি। পছন্দমত অপশন সিলেক্ট করে পোস্টে ছবি যুক্ত করে দেখুন।
ইয়াকুব আলী বলেছেনঃ
ভাই তার চেয়ে বড় সমস্যা, কবিতা তো গল্পের মত প্রকাশ পায়।
সাদিক মৃধা বলেছেনঃ
পোস্ট করলে সেটা পাবলিশড হয়না, আমার প্রোফাইলেও সর্বমোট পোস্ট ০ দেখায়। কি করবো?