ইয়াকুব আলী
Published : 22 Jan 2011, 05:55 AM
Updated : 22 Jan 2011, 05:55 AM

জটিল কাজে জঘন্য ভাব, সরলতায় মিথ্যাচার।
পুণ্য কাজে পাপের হাসিল, সত্য শেখায় অত্যাচার।
মধ্যপন্থী ভুক্তভোগী, ভাগ্য দোষে অবিরাম।
জলকে পানি স্থলকে ডাঙ্গা, এটুক বলেই ধরাধাম।
পাপিষ্ট আজ পথ খুঁজছে, বসন্ত যার অস্তাচল।
দ্বাদশ গেল সুপ্ত ধাচে, অবাক শুনে গুপ্ত ছল।
সবাক যখন সরল ভাবুক, নিত্য শুনে প্রবঞ্চন।
স্বপ্ন ধারক দু:খে হাসে, কাঙ্গালীনির অনশন।
রক্ত গেল পাপের তলে, অশ্রু পেল গঙ্গাজল।
দুর্বিষহ যন্ত্রনা আজ, খাচ্ছে কুঁড়ে দ্বাদশ ফল।