বাংলাদেশে এই মুহূর্তে একজন উইকিলিকস ফকির দরকার

ইয়াকুব আলী
Published : 30 May 2012, 12:10 PM
Updated : 30 May 2012, 12:10 PM

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিচার করলে কেন যেন মনে হয় যে, আমাদের দেশের উপরে কোন শকুনের নজর পড়েছে। যেটা অদৃশ্য অবস্থায় থেকে দেশের বিভিন্ন সেক্টরে নিখুঁত ভাবে ঠোকর দিয়ে এক একটা অংশকে কলুষিত করছে, বিশ্রি করে দিচ্ছে এক একটার অবস্থা। আর তাতে অসহায়ত্ব বরন করছে দেশ এবং দেশের সাধারন মানুষ। সাধারন মানুষের থেকে শুরু করে প্রতিটি সেক্টরে কেমন যেন একটা উচ্ছৃঙ্খল ভাব বিরাজ করছে। আইনজীবীরা আইন ভঙ্গ করছে, পুলিশরা রক্ষক না হয়ে টাকা ভক্ষক, নারী ভক্ষক, মানুষ ভক্ষক হয়ে পড়ছে, রাজনীতিবিদরা অন্যায়ের নেশায় মাতোয়ারা, সরকারের বিভিন্ন অঙ্গ-সংগঠন বাপ-দাদার সম্পত্তির মতন দেশকে চেটে চোটে খাচ্ছে। এই ভাবে চলতে থাকলে এই দেশ আর দেশ থাকবে না। তখন এইদেশকে, না দেশ, না দ্বীপ, না কোন দেশের রাজ্য বা অঙ্গ বলা যাবে। দেশকে এই পর্যায়ে নিয়ে যেতে কারা উঠেপড়ে লেগেছে। আদৌ কি তেমন কোন শক্তি দেশে বিরাজমান। উইকিলিকসের অবস্থাও এখন খারাপ, তা না হলে হয়তো জানা যেত যে, দেশে আসলে কাদের ইঙ্গিতে, কাদের নির্দেশে এই অরাজকতার সৃষ্টি হচ্ছে। আমরা সাধারন মানুষ এই সব সকল কাজের অদ্যপান্ত জানার জন্য এইজন উইকিলিকস ফকির চাই।